স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ষ্টোকে আক্রান্ত হয়ে আমেরিকার মিশিগান হাসপাতালের আইসিউতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে এমরানের বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। এমরান মারা যাবার সাথে সাথে মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তার মৃত্যুর সংবাদে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গণসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেট্রয়েট শহরের নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় এমরানের। সাথে সাথে তাকে ডেট্রয়েট ডিএমসি হার্পার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে (আমেরিকার সময়) এমরান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তুখোড় ছাত্র নেতা আমিনুর রশিদ এমরান দেশে থাকাকালীন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেশ কয়েকবার কারাভোগ করেছেন। সর্বশেষ দেশ থেকে আমেরিকা যাবার পূর্বে মাসাধিকার কারাভোগ করেন। রাজনীতির কারণে বর্তমানেও তিনি কয়েকটি মামলার আসামী।