মে দিবস উপলক্ষে কবিতা
“স্বপ্ন ভাঙা”
যোশেফ হাবিব
আমার একটা স্বপ্ন ছিলো,
বদ্ধ করে আলো দিবো।
জীবন গড়ার ক্লান্তি পথে,
নতুন আশায় বাসা বাঁধবো।
স্বপ্ন আমার ভেঙে গেলো.
মায়ের গায়ের শাঁড়ী ছিড়লো.
বাবার চোখে জল এলো. অভাব
যখন হানা দিলো.
পথে পথে ঘুরি যখন.
কাজের আশা করে.
কাজ না দিয়ে ধমক মারে.
ফেলায় ঘাড়টি ধরে।
অবশেষে কাজ পেলাম. হাতে
যখন হাতুরি নিলাম।
স্বপ্ন গুলো ইটে রেখে, নিজের
হাতে ভাঙতে লাগলাম।