নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পা হারানো ১শ’ জন প্রতিবন্ধীর শরীরে কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নিয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। ইতোমধ্যেই দেহের ভিন্নতা অনুযায়ী একেকজন প্রতিবন্ধীর পায়ের মাপ সংগ্রহ করা হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ বুধবার (৯ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। দ্রুত পা সংযোজনের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গত ২৪ নভেম্বর জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব মো. আনিছুজ্জামানকে উদ্যোগটি বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি সংসদ সদস্যকেও দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে নবীগঞ্জ-বাহুবল উপজেলার অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধীতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের শরীরে কৃত্রিম পা সংযোজনের জন্য সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানিয়েছিলেন।
এ পরিপ্রেক্ষিতে ১শটি কৃত্রিম পা বরাদ্দ দেওয়া হল।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কৃত্রিম পা তৈরির কোনো কারখানা নেই। তাই দেহের ভিন্নতা অনুযায়ী একেকজন প্রতিবন্ধীর পায়ের মাপ সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এ ব্যাপারে এমপি মিলাদ গাজী জানান, এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার সময় অনেক পা হারানো প্রতিবন্ধী আমার নজরে আসে। এ ব্যাপারে আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম। এরপর শিগগির পায়ের মাপ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোগে নির্দেশনা দেওয়া হয়েছে।