নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের (RARIP) আওতায় ‘আমার বাড়ি আমার খামার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবাল (৮ ডিসেম্বর) কনসালটিং ফার্ম উদয়, হবিগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক আমীন, ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ আলী, বানিয়াচং উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. সায়েব আলী, বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।