বানিয়াচংয়ে মেয়ের বাড়ী বেড়াতে এসে খুন হলেন সবজান বিবি।।আসামী গ্রেফতারে পুলিশের অভিযান।।লাশ দাফন সম্পন্ন।।
আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়ের বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধা সবজান বিবি (৬০)। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১০জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ৬ই নভেম্বর রোজ রবিবার বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের কালিদাসটেকা গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,কালিদাসটেকা গ্রামের লুৎফুর মিয়া ও সুরুজ আলী মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।
রবিবার বিকাল ৪টার তুচ্ছ বিষয় কেন্দ্র উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্র নিয়ে উভয় পক্ষ লুকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের সময় গুরুতর আহত হন মেয়ের বাড়িতে বেড়াতে সবজান বিবি।
আহতাবস্থায় প্রথমে সবজান বিবিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নেওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।
শেষ পর্যন্ত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসী আরও জানান,নিহত সবজান বিবি বানিয়াচং উপজেলার একই ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতুকর্ণ পাড়া গ্রামের মৃত নূর হোসেন মিয়ার স্ত্রী। এদিকে নিহত হওয়া সবজান বিবির মেয়ের জামাতা লুৎফুর মিয়ার বাড়িতে ঘটনার দিন’ই তিনি বেড়াতে এসেছিলেন।
মেয়ের জামাই লুৎফুর মিয়ার প্রতিপক্ষের হামলার সময় ওই মহিলার মাথার পিছন দিকে আঘাত করে। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনার পরপর সুরুজ মিয়া’র পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও খবর পাওয়া যায়।
পরে সবজান বিবি’র পোস্টমোর্টেম এর কাজ সম্পন্ন করে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।পরবর্তীতে থাকে এশারের নামাজের পর জাতুকর্ন ঈদগাহ্ ময়দানে জানাজার নামাজ আদায় করে জাতুকর্নপাড়ার কবরস্থানে দাফন করা হয়।
এব্যাপারে ৩নং দক্ষিণ পূর্ব ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে রাত ৯টা ৫৫মিনিটে এবং ওয়ার্ড মেম্বার শাহেদ মিয়ার সাথে ৯টা ৫৭মিনেটে মুঠোফোনে কথা হলে তারা এই মার্ডারের আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট এলাকাবাসীর পক্ষ হতে জোরদাবী জানান।
এই মহিলার মৃত্যুর সংবাদ পেয়েবানিয়াচং থানা পুলিশ আসামীদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।এদিকে এই ঘটনা সম্পর্কে কালিদাসটেকা গ্রামের সর্দার আজিজুর রহমান জানান,আছরের নামাযের পূর্বে উভয় পক্ষের তর্ক-বিতর্কের বিষয়ে আমি শালিস মানিয়ে নামায পড়তে চলে যাই।নামায পড়ে এসে শুনি উভয় পক্ষ পুনঃরায় ঝগড়া করে এবং বেশ কয়েকজন আহত ও হয়েছেন।
এছাড়া বেড়াতে আসা মহিলাটি গুরুতরভাবে জহমী হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের সাথে রাত ১০টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদেরকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।তবে এসময় পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি বলেও জানান।
আশা করি দ্রুতই আসামীদেরকে গ্রেফতার করতে পারবো।
এছাড়াও বানিয়াচং-হবিগন্জ সড়কের শরিফ উদ্দিন রোডে গাড়ি দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু খওয়ার সংবাদটি জানান। তিনি ঐ মহিলার লাশ উদ্ধার করতে যাচ্ছেন।
এই নিহত মহিলাটিও ৩নং দক্ষিন পূর্ব ইউপি’র ২নং ওয়ার্ডের শরিফউদ্দিন সড়কের রাস্তার পাশের বাড়ির বাসিন্দা।নিহত মহিলা উমৃত বেগম(৫৫)মোঃহাছন আলী মিয়ার স্রী।
বর্তমানে লাশটি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সেখানে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ওয়ার্ড মেম্বার সাহেদ মিয়া ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনসহ একদল পুলিশ হাসপাতালে অবস্থান করার খবরটি মেম্বার সাহেদ মিয়া নিশ্চিত করেছেন।