কামরুজ্জামান আল রিয়াদঃ হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার রেলস্টেশনে একটি তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এতে চট্রগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ছে।
ঢাকা ও চট্রগাম গামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ও একই চিত্র। যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। কখন যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে তা নিয়ে হতাশায় রয়েছেন। জয়ন্ত্রিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার জন্য রেলস্টেশনে পরিবার নিয়ে এসেছেন মিজানুর রহমান নামে এক ব্যাক্তি। তিনি স্টেশনে এসে জানতে পেরেছেন ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ। উনি ডাক্তার দেখনোর জন্য ঢাকা যাচ্ছিলেন। কিন্তু এ দূর্ঘটনার কারনে ডাক্তারের কাছে সময় মত পৌছতে পারবেন না। কখন ট্রেন ছাড়বে তাও জানেনা। এতো সময় পরিবার পরিজন নিয়ে স্টেশনে বসে থাকবেন কিভাবে তা নিয়ে চরম হতাশায় রয়েছেন তিনি।
রবিবার (৬ নভেম্বর) চট্রগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী তেলবাহী ট্রেনটি শাহজীবাজার রেলস্টেশন এলাকায় ১২টার দিকে লাইনচ্যুত হয়।
তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে।
এই তেল সংগ্রহ করতে ভিড় করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন । কেউ বালতিতে করে কেউ গ্লাসে-মগে আবার কেউ ডেস্কি নিয়ে তেল সংগ্রহ করছেন। রীতিমত উৎসবের আমেজে চলছে তেল সংগ্রহ করছে।
রেললাইনের মেরামত কাজে থাকা শেখ মোঃ হাসান জানান, শত শত নারী পুরুষ তেল সংগ্রহ করছে।
বালতি দিয়ে তেল নিচ্ছেন কামাল মিয়া নামে এক যুবক। তিনি বলেন, তেল গাড়ী থেকে পড়ছে তাই নিচ্ছি। না নিলেও তো নষ্ট হবে।
তেল সংগ্রহকারী খাদিজা খাতুন জানান আমি এক কলসি তেল নিছি।তবে এটা কি তেল তা জানিনা। সবাই নিতাছে তাই আমিও নিলাম। এরকম শতশত নারী পুরুষ তেল সযগ্রহ করছেন।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিক উদ্দিন বলেন তেল বাহী ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। প্রতি বগিতে ১০ হাজার লিটার ডিজেল ছিল। ৫ টি বগিতে ৫০ হাজার লিটার ডিজেল ছিল।