মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে আউয়াল মিয়া (৪২), মনোয়ারা বেগম (৪৫), রুকসানা বেগম (১৩), সপ্না বেগম ( ২০), রাবিয়া খাতুন (২৬) ও নার্গিস বেগম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্যদেরকে স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, উপজেলার ফতেহপুর গ্রামের সামছু মিয়া ও তার প্রতি বেশি আব্দুল আউয়াল মিয়ার মধ্যে এক খন্ড জমির দখল নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় দু’পক্ষের মাঝে নতুন করে বিরোধ দেখা দেয়। এসময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
ঘন্টা ব্যাপী সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর শুনে গ্রামের মুরুব্বিয়ানরা ঘটনাস্থলে পৌছে তাদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করেণ।