নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হবিগঞ্জের ২টি পৌরসভাও রয়েছে।
এ দুটি হলো নবীগঞ্জ ও মাধবপুুর পৌরসভা।
আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তফসিল অনুসারে, এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
এ ২টি পৌরসভার মধ্যে ব্যালট পেপারেই হবে ভোটগ্রহণ।
এদিকে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোট হবে।
প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে।
অন্যদিকে প্রথম ধাপের পৌর নির্বাচন ভোট ২৮ ডিসেম্বর। প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য ১ হাজার ৩৩৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে মেয়র পদে ১১২, সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌরসভা সাধারণ নির্বাচন, ২০২০ যথাযথভাবে পরিচালনা কমিটির সমন্বয়ক ও ইসির উপসচিব মিজানুর রহমান বুধবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।