মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নস্থ পানছড়ি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা নূন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
আশ্রায়ণ প্রকল্পে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই স্বাস্থ্য সেবার ব্যবস্থা। স্যানিটেশন ব্যবস্থারও রয়েছে অভাব। বিগত ২০০০ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার চুনারুঘাট উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা শানখলা ইউনিয়নের কালিনগরে ৫০ একর জায়গা নিয়ে পানছড়ি আশ্রায়ণ প্রকল্প গড়ে তুলে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫শ ভূমিহীন পরিবারকে বসবাসের জন্য গড়ে তোলা হয় এ প্রকল্পটি।
আশ্রায়ণ প্রকল্পের প্রায় ২শতাধিক শিশুর জন্য নেই কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে নেই কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা। গড়ে উঠেনি স্যানিটেশন ব্যবস্থা।
শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে জীবিকা নির্বাহের তাগিদে আশপাশের বাড়িতে ঝুকিপূর্ণ কাজ করছে। ৫০টি ব্যারাকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের অসহায় দরিদ্র ৫শ ভূমিহীন পরিবারকে এখানে পূর্ণবাসন করা হয়। পাশাপাশি প্রত্যেক পরিবারকে সমবায় ব্যাংকের মাধ্যমে ঋণ দেয়া হয় তাদের সাধ্যমত কর্মসংস্থানের জন্য। আশ্রায়ণের মানুষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পেরে ঋনের বেড়াজালে আটকা পড়ে। বর্তমানে ৫শ পরিবারের মধ্যে প্রায় ৩শ পরিবার এখানে বসবাস করছে।
বাকি প্রায় ২শ পরিবার ঋণে জর্জরিত হয়ে আশ্রায়ণ প্রকল্প ছাড়তে বাধ্য হয়েছে। সরেজমিনে গেলে আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, অপরিকল্পিতভাবে দূর্গম পাহাড়ী এলাকায় প্রকল্পটি গড়ে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শুরুতে প্রকল্পের লোকজনের জীবনযাত্রা ভালই চলছিল। বছর ঘুরতেই সব পাল্টে যায়।
দূর্গম পাহাড়ী এলাকা হওয়ার কারণে প্রকল্পে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না। প্রত্যেক পরিবারেই নেমে এসেছে হাহাকার। আশ্রায়ণের বাসিন্দা মরতুজ মিয়া (৬৫) জানান, এখানের বাসিন্দারা বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিএফ, ভিজিডি কার্ড পাওয়া থেকেও বঞ্চিত। ইউনিয়ন পরিষদ তাদেরকে এ ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা খুবই কষ্টে জীবন যাপন করছি।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের বলেন, অচিরেই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের সমস্যার সমাধান করা হবে।