মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার প্যানেল চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, আতিকুর রহমান আতিক, সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পারভেজ চৌধুরী, মীর খুরশেদ আলম, খাইরুল হোসাইন মনু, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মাহমুদ হোসেন প্রমূখ।
সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। এ ছাড়া অপরাধ দমন ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে অবদান রাখায় থানার এস.আই মমিনুল ইসলাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট হওয়ায় ও জেলা পর্যায়ে ৪ জন পুরস্কৃত হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয় এবং সরকারী সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।