নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুত স্পৃষ্ট দু’পা হারানো স্কুল ছাত্রী নদীর পাশে দাড়ালো প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
বুধবার (২৫ নভেম্বর) দুপরে প্রেসক্লাব মিলনাতয়নে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের হবিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল সুহেল এর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জায়েদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ, নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন।
অনুষ্ঠানে আহত স্কুল ছাত্রী নদীর হাতে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ্য,গত ১৫ মে এদিন নদীর জীবনে নেমে আসে ভয়াবহ এক দুর্ঘটনা। বিকেলে বাসার পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদে সহপাঠীদের সঙ্গে খেলছিল নদী। ওইদিন বাসার ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারটি খুলে রাখা হয়েছিল ছাদে। পাশেই জমানো পানিতে পড়েছিল আরও একটি তার। খেলতে খেলতে ওই পানিতে পা পড়ে যায় নদীর। এতে গুরুতর আহত হয় সে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে নদীকে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
সেখানে গত ৪ জুন নদীর দুটি পায়েরই হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। এছাড়া শরীরের বিভিন্ন পুড়ে যাওয়া অংশ সার্জারি করা হয়। প্রায় তিন মাস চিকিৎসা শেষে টাকার অভাবে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসেন বাবা রফিক মিয়া। এখনও তার অনেক চিকিৎসা বাকি।
কাপড় ব্যবসায়ী বাবা রফিক মিয়া গ্রামের জমি-জায়গা ও প্রাইভেটকার বিক্রি করেও চিকিৎসার খরচ কুলানো যায়নি নদীর। পরে আত্মীয়-স্বজনদের কাছ থেকেও টাকা ধার করতে হয়েছে।
এ পর্যন্ত চিকিৎসা বাবদ ১৯ লাখ টাকা ব্যয় করে।
শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা নদীর জন্য এ অনুদানের ব্যবস্তা করেন।
এ বিষয়ে এডভোকেট মীর গোলাম মোস্তফা বলেন মেয়েরটির ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি ইউকেতে বসবারত সিলেটি দের সাথে কথা বলার পর। প্রাউপ টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নদীর জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তার ব্যবস্তা করে। এছাড়াও আরো সহযোগীতা জন্য চেস্টা করছি।