নিজস্ব প্রতিবেদক : জুয়া খেলা একটি সামাজিক ব্যধি। এ খেলায় মানুষ সব হারিয়ে চুরি ডাকাতি ছিনতাইয়ে লিপ্ত হয়। সমাজ থেকে অপরাধ নির্মুল করতে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন। উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের হিয়ালা বাজার।
ওই বাজারে একদল জুয়ারি জুয়া খেলছে খবর পেয়ে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় সেখানে ছুটে যান এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি। এ সময় ৪ জুয়ারিকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্য জুয়া আইনে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।