নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে একতা মৎস্য আড়ৎ সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার(২১ নভেম্বর) সকাল ১১টায় পূর্ব নৌয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শুরু হয় ।
সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত এতে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল মালেক ও কামাল হোসেন দুলাল।
নির্বাচনে মো. কামাল উদ্দিন(দুলাল) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আব্দুল মালেক পেয়েছেন ১৮ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন ডাক্তার নজরুল ইসলাম মাষ্টার,
সহকারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আরব আলী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আহাদ।
নির্বাচনে ৪০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিদর্শন করেন- নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোক্তাদির চৌধুরী মাসুদ , নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা ফজলুল করিম,জামাল সরদার,
পাঁচ গ্রামের ভাইস প্রেসিডেন্ট হাজী তারা মিয়া,বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আজমান আলী,দেলোয়ার হোসেন ময়না মিয়া,হাজী তৈয়ব আলী সরদার, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এইচ টিটু, হবিগঞ্জ আনোয়ারপুর পন্চাত কমিটির সভাপতি মোঃমজিবুর রহমান,হবিগঞ্জের সিটি চক্ষু হাসপাতালে চেয়ারম্যান টিটু,জাহাঙ্গীর আলম,মোশারফ হোসেন মিন্টু,আরিফ হোসেন খোকন, সাবেক মেম্বার ফারুক মিয়া,বর্তমান মেম্বার ওয়াহিদুর রহমান , আব্দুল কালাম,জিতু মিয়া,সাজু মিয়া,আব্দুল লতিফ প্রমুখ।