মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তথ্য সেবার উদ্যোক্তা প্রাণতোষ সূত্রধর (২৫) ঢাকায় ল্যাপটপ কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে ছাতিয়াইন থেকে প্রাণতোষ সূত্রধর ল্যাপটপ কেনার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় তার পিতা গিরেন্দ্র সূত্রধর বুধবার সকালে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জাতীয় তথ্য সেবা উদ্যোক্তা দিবসে একজন উদ্যোক্তা নিখেঁাজ হওয়ায় অন্যান্য উদ্যোক্তারা তার দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
বুধবার বিকালে ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে উদ্যোক্তাদের এক সভা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাণতোষ সূত্রধর দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের নিকট উদ্ধারের দাবি জানান।