স্টাফ রিপোর্টারঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাখাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরব এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সোহেল রানার দেশে আগমন উপলক্ষে জেদ্ধায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে জেদ্ধার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরব।
আসন্ন ইউপি নির্বাচনে সোহেল রানা হবিগঞ্জ জেলার ১ নং লাখাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী।
সংবর্ধনায় সোহেল রানা বলেন ছাত্রলীগ থেকেই আমার রাজনীতি শুরু, লাখাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, সভাপতি মাহফুজ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও আমার ছাত্র জীবনের অভিভাবক লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননন্দিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও আমার অভিভাবক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত সংসদ সদস্য আধুনিক হবিগঞ্জের রূপকার এডভোকেট আবু জাহির মহোদয়সহ দলীয় নেতাকর্মীরা আমাকে নৌকা মার্কা দেন তাহলেই আমি নির্বাচন করব। আধুনিক লাখাই ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরব এর সভাপতি আরশ আলী গণী,সহ-সভাপতি জসিম উদ্দিন ভুইয়া,বেলাল আহমেদ, ফখরুল ইসলাম মুন্সী,মইনুল ইসলাম,সাধারণ সম্পাদক এরশাদ আহমদ,যুগ্ম সম্পাদক সাদ মিয়া,লাভলু, আল আমীন, লতিফ প্রমুখ।