নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক সেজু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে উপজেলার গুজাখাইড় গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ইউপি সদস্য আবু ইউসুফ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, মাওলানা আফজল খাঁন হাবিব, মাওলানা আব্দাল মিয়া, মো. জাকির চৌধুরী, মাসুদ আহমেদ, সিহাব আহমেদ, ময়না মিয়া, রোমান খাঁ, আব্দুল মালিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিহত আবেদ উল্লাহ সেজু হত্যায় জড়িত সুয়েব আহমেদসহ গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বাকিদের গ্রেফতারের দাবিও জানানো হয়।
নিহত সাজু গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র ছেলে।
গত শনিবার রাত ৯টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় সেজু। গত ২৭ অক্টোবর নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পূর্বতিমির পুর এমআরসি ব্রিস ফিল্ড সংলগ্ন এলাকার ধানী ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।