শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা এগ্রো অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ মে নিবার্চন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য নুর হোসেন, রবিউল আলম ও ফারুক আহমেদ এ নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করেন।
আগামী ৮ মে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৩টা থেকে ভোটগ্রহণ করা হবে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৯টি পদে নিবার্চন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ফারুক খান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সিনিয়র সদস্য উত্তম কুমার সূত্রধর, জাহিদুল আলম, মিজানুর রহমান সুমন, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, আহসান হাবিব টগর, আনোয়ার হোসেন বিপ্লব, কাজী শহিদুল ইসলাম, মেহেদী হাসান রাকিব, কাউছার আহমেদ, মুরশেদ আহমেদ, মাসুদ রানা প্রমূখ।
এ নিবার্চন নিয়ে হবিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন বালাই নাশক, সার, বীজ কোম্পানীর প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ উ্দ্দীপনা লক্ষ্য করা গেছে।