বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সোমবার বিকেলে পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সকারি পরিচালক বনজিৎ কুমার কর্মকার।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি ভূমি কমিশনার সুহেল মাহমুদ, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো.রফিকুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম মনোওর আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শাহজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহর দাস, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, প্রতিরোধ কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, মো.মধু মিয়া, মঈনুর রহমান, মতছির আলী, আনহার আলী প্রমূখ।