নবীগঞ্জ প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়েছে। তৌহিদী জনতার ব্যানারে আজ শুক্রবার (৩০ অক্টোবর ) বেলা ২ টায় শহরের নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্হ রাজা কমপ্লেক্সের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী এমন ঘৃন্য মনোভাব বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। তাদের এমন কাজে আজ বিশ্ব মুসলিম ক্ষুব্ধ এবং মর্মাহত। বক্তারা ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর উদ্যেশ্যে বলেন, আপনি ফ্রিডম অব স্পিচ এর কথা বলছেন অথচ আপনিই কিছুদিন আগে হিজাব নিষিদ্ধ করে ফ্রিডম অব স্পিচ লঙ্ঘন করেছেন। সুতরাং আপনার এ কথা উদ্যেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষী। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা ইসলাম বিদ্বেষী ফ্রান্সের পণ্য বাংলাদেশের বাজারে আর দেখতে চাইনা। সরকারিভাবে ফ্রান্সকে বয়কট ঘোষণা করা হোক। বক্তারা জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহনেরও দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখাার সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালেদ সাইফুল্লাহ খাঁন, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির হোসাইনী, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ নাজমুল হুদা, মাওলানা মুফতি মোস্তাক আহমদ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।