বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদকের চলমান অভিযানে ২গাজাসেবীকে সেবনরত অবস্হায় গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
পরে তাদেরকে ভ্রাম্যমান কোর্টের অভিযানে নিয়ে যাওয়া হলে ঐ ২ গাজাসেবী কে ২০ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড আদায় করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত মোশাররফ(২০) পিতা মখলিছ মিয়া গ্রাম নন্দীপাড়া ও এনামূল(২৫)পিতা শামসুল ইসলাম গ্রাম পুরানবাগ।
এলাকাবাসী জানান,দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বাড়িতে সন্ধ্যা রাতে প্রতিদিন নিয়মিত গাজার আসর বসে।
প্রতিবেশীগন দীর্ঘদিন যাবৎ আপত্তি জানালেও টিপু সুলতান কর্ণপাত না করে নিয়মিত গাজার আসর বসাতেন।
এছাড়াও তিনি সাগরদিঘির পূর্ব পাড়ের হায়দার শাহ(রাঃ)মাজারে দীর্ঘদিন ধরে নিয়মিত গাজা সেবনের মজমা বসিয়ে ও বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছেন করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ পাওয়া যায়।
এসব অভিযোগের ভিত্তিতে রাত ৯টার দিকে ভ্রাম্যমান কোর্ট অভিযান পরিচালনা করেন।
২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বসত বাড়ী থেকে গাজা সেবনের সরঞ্জাম সহ মোশাররফ ও এনামূল কে ভ্রাম্যমান কোর্টে হাজির করে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।
গাজাসেবীদেরকে অর্থদন্ড করা হলেও বাড়ির মালিক টিপু সুলতান অসুস্থ হওয়ার কারনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্যাট ইফফাত আরা জামান উর্মি।