মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকা থেকে সোমবার দুপুরে ৪ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজিসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ (পিপিএম) তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লৌহাদ গ্রামের জামাল মিয়ার ছেলে সোহেল মিয়াকে (২২) সিএনজিসহ আটক করেন।
এ সময় তার সিএনজি তল্লাশী করে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ। সোহেল পুলিশকে জানায় লৌহাদ গ্রামের মাদক ব্যবসায়ী নূরুল আমিন তাকে গাঁজাগুলো ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বরে পৌঁছে দেয়ার জন্য পাঠায়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।