মোযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এ-র ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৬ অক্টোবর সোমবার বাদ জোহর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এ-র পবিত্র আরশচুম্বি মর্যাদাকর শান নিয়ে যে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে এ-র তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। এ-র মাধ্যমে প্রমানিত হয় ইহুদিরা উগ্রবাদী এবং মুসলমানদের চির শত্রু।
বিশ্বব্যাপী মুসলমানদের অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য ফ্রান্স সরকার চরম ধৃষ্টতা দেখিয়ে কোটি কোটি মুসলমানদের কলিজায় যে রক্ষের ক্ষরণ সৃষ্টি করেছে তার বিস্ফোরণ ঘটলে এই উগ্রবাদী ইহুদিদের অস্তিত্ব ধোলার সাথে মিশে যাবে। তাই আমরা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে দ্রুত মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে ফ্রান্সের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের সকল পন্য বয়কট করার আহ্বান জানাচ্ছি।
সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানেে ইসলামি ছাত্র মহলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, সহ-সভাপতি মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী, মাওলানা সৈয়দ সালামান ফার্সি, মাওলানা কামাল উদ্দিন আনসারী, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের সাধারণ সম্পাদক মুফতি শাহআলম মাছুমী, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি মোযযাম্মিল মাছুমী প্রমুখ।