শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুনদল শায়েস্তাগঞ্জ পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ অক্টোবর বেলা ১২ টায় শায়েস্তাগঞ্জে স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তরুন দলের সিনিয়র সহ-সভাপতি শেখ সমিজ আলীর সভাপতিত্বে ও মাহফুজুল ইসলাম মফিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা তরুন দলের সভাপতি অবদুর রউফ পাশা।
বিশেষ অতিথি ছিলেন জেলা তরুন দলের সাধারণ সম্পাদক মাহবুবুর আলম মান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম। সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ, সৈয়দ রাইয়ানুর রহমান নাঈম, মোঃ নাজমুল হাসান, এমরান আহমেদ রাজু প্রমুখ।
সভায়, সৈয়দ রাইয়ানুর রহমান নাঈমকে সভাপতি, মাহফুজুল ইসলাম মফিজকে সাধারণ সম্পাদক, এমরান আহমেদ রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহেদুল ইসলাম, সহ-সভাপতি পারভেজ মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মন্নান মিয়া, বিল্লাল মিয়া, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক রোমান মিয়া, শিপন মিয়া, রুয়েল মিয়া, দপ্তর সম্পাদক ইমন আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন আহম্মেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় মিয়া, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন মিয়া, যুগ্ন সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অনিক দেব, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান, যুগ ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল হক রাজিব, সিনিয়র সদস্য রবিন মিয়া ও সদস্য রুমন আহম্মেদ।