আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দূর্গাপূজা উপলক্ষ্যে বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের ব্যাতিক্রমধর্মী একটি মোটর সাইকেল মহড়া প্রদক্ষিন করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়(২১শে অক্টোবর)বুধবার হবিগন্জ অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল মোঃ শেখ সেলিম মিয়ার নির্দেশে বানিয়াচং থানা পুলিশ এই মহড়াটি পরিচালনা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে বিকালে থানা থেকে মোটর সাইকেল দিয়ে ব্যাতিক্রমধর্মী একটি মহড়া বের করা হয়। এই বিশাল মোটর সাইকেল মোহড়াটি একযোগে প্রদান প্রদান সড়ক প্রদিক্ষন করে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পর্যবেক্ষন করেন।
বানিয়াচং থানা পুলিশের এই দায়িত্বশীল ব্যতিক্রমধর্মী অগ্রনী ভূমিকা দেখে হবিগন্জ সার্কেল ও থানার ওসিসহ সকল পুলিশ বাহিনীকে পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।হবিগন্জ বানিয়াচং সার্কেল বানিয়াচংবাসীর উদ্যেশে করে বলেন,এই পূজার মধ্যে যেন,শান্তি শৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে সবাইকে খেয়াল রেখে থানা প্রশাসনকে সহযোগীতা করতে হবে।
এমনকি অনুষ্টানটি সুন্দর ভাবে পালনে সহযোগীতা করতে হবে সবাইকে। সকলের আন্তরিক সহযোগিতায় ও সর্বোচ্চ সতর্কতা রেখে আন্তরিকতার সহিত শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরিবেশ সৃষ্টি করে পালন করতে হবে। পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন আরো সু-দৃঢ় করতে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ প্রশাসন।
তিনি আরও বলেন,কোন ধরনের গুজব ও ইভটিজিং রুখতে বানিয়াচং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এই মহড়া অভিযানে অংশ নেন(প্রশাসন ও অপরাধ)সহ জেলা পুলিশের বিভিন্ন কমর্কতা ও পুলিশ সদস্যরা।