বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বানিয়াচংয়ে দুই ইউপি’র উপনির্বাচনে সুবর্না ও ফারুক নির্বাচিত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আকিকুর রহমান রুমনঃ-

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শূন্য হওয়া দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডের ৫টি সেন্টারের মধ্যে শান্তি পূর্ন ভাবে উপনির্বাচন অনুষ্টিত হয়েছে।
উক্ত দুটি ইউপির দুটি ওয়ার্ডে ভোট বিজয়ী সদস্য হিসাবে জয়লাভ করেছেন ৯নং পুকড়া ইউপি’র ৮নং ওয়ার্ডের ফারুক মিয়া(ফুটবল)প্রতিকে(৫৮৫)ভোট ও ১৫নং পৈলারকান্দি ইউপি’র ৩নং ওয়ার্ডের সুর্বনা রানী(তালগাছ)প্রতিকে ১০০৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৯নং পুকড়া ইউপির ৮নং ওয়ার্ডের বিজয়ী ফারুক মিয়ার নিকটতম প্রতিদন্ধীরা পেয়েছেন আব্দুল হাকিম(তালা)প্রতিকে ৩৬৮টি ভোট পেয়ে ২য় ও মহিবুর রহমান(মোরগ)প্রতিকে ৩৬২টি ভোট পেয়ে ৩য় স্হান অর্জন করেছেন।
এই সেন্টারে সর্বমোট ১৩১৫টি ভোট কাস্টিং হয়েছে এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়েয়ে বলে জানাযায়।
অন্যদিকে ১৫নং পৈলারকান্দি ইউপি’র ৩নং ওয়ার্ডের বিজয়ী সুবর্না রানী(তালগাছ)প্রতিকে ১০০৪টি ভোট পেয়ে প্রথম স্হান অর্জন করেন।তাহার নিকটতম প্রতিদন্ধী রাফিয়া খাতুন(মাইক)প্রতিক নিয়ে ৬৯২টি ভোট পেয়ে ২য় স্হান অর্জন করেন।
এই উপ-নির্বাচনকে ঘিরে বানিয়াচং উপজেলা প্রশাসন ও বানিয়াচং উপজেলা নির্বাচন কমিশন গত ১৯অক্টোবর(মঙ্গলবার)থেকে প্রস্তুতি নিয়ে আজ ২০অক্টোবর(বুধবার)সুন্দর ভাবে শান্তিপূর্ন ভাবে নির্বাচনের কাজটি সম্পন্ন করা হয়েছে বলেছে উপজেলা সূত্রে জানাযায়।
বানিয়াচং উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের ৮ নং সাধারন ওয়ার্ড এবং ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচনটি অনুষ্টিত হচ্ছে।
উক্ত দুটি ইউনিয়নের দুইজন সদস্য মৃত্যু’র কারনে এই
উপনির্বাচন অনুষ্টিত হয়।
পুকড়া ইউনিয়নের একজন পুরুষ সদস্য মারা যাওয়ায় এই সাধারন ওয়ার্ডটি শূন্য হয়ে পরে।
তাই এই ওয়ার্ডে এই নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এই ৩ জন প্রার্থী হলেন,ফারুক মিয়া(ফুটবল মার্কা)মহিবুর রহমান(মোরগ মার্কা)আব্দুল হাকিম(তালা মার্কা)নিয়ে নির্বাচন করছেন।
অন্যদিকে পৈলারকান্দি ইউনিয়নের একজন মহিলা সদস্যার মৃত্যুতে এই ওয়ার্ডটিও শূন্য হয়ে পরে।
তাই এই ওয়ার্ডেও নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
তারা হলেন,সুবর্না রানী(তালগাছ মার্কা)ও রাফিয়া খাতুন(মাইক মার্কা)নিয়ে নির্বাচন করছেন।
উভয় দুটি ইউনিয়নের ৫ টি সেন্টারে ভোট গ্রহন করা হচ্ছে বলে জানাযায়।
পুকড়া ইউনিয়নের গিরীশগন্জ সঃপ্রাঃবিঃ ভোট গ্রহন হচ্ছে এছাড়া পৈলারকান্দি ইউনিয়নের ৪টি সেন্টারে ভোট গ্রহন করা হচ্ছে।
বসন্তপুর সঃপ্রাঃবিঃ সেন্টার,বিজয়পুর সেন্টার,আলম নগর সেন্টার,পৈলারকান্দি সঃপ্রাঃবি সেন্টার গুলোতে নেওয়া হচ্ছে ভোট।
বিভিন্ন সেন্টার সূত্রে এরিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত জানাযায়,শান্তিপূর্ন ভাবেই ভোট গ্রহন করা হচ্ছে তবে সকাল বেলা ভোটার চোখে পড়ার মতো থাকলেও দুপুরের দিক থেকে কমে যায়।
বিকাল প্রায় চার দিকে একটি সেন্টারে ৭৮৩টি ভোটের মধ্যে ৩২৪টি ভোট কাস্টিং হয়েছে বলেও জানিয়ে ছিলেন তারা।
তবে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল চোখে পরার মতো।
তারাও প্রতিটি ইউপি’র নির্বাচনী সেন্টার গুলোতে সতর্ক অবস্হান নিয়ে ডিউটি কর্মরত ছিলেন।
এমনকি এই উপ- নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্হিতি রাখতে হবিগন্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃসেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে নির্বাচনের সেন্টার গুলো পর্যবেক্ষন করেন।
তাই এই উপ-নির্বাচনের গতকাল(১৯অক্টোবর সোমবার)থেকেই নির্বাচনী সরঞ্জাম সহ আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীগন স্ব-স্ব কেন্দ্রে চলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্র আরও জানায়,দুইজন ইউপি সদস্য‘র মৃত্যুজনিত কারনে নির্বাচনী বাধ্যবাধকতার কারনে এই উপ-নির্বাচনের দিনটি ধায্য করে উক্ত দুটি ইউপির দুটি ওয়ার্ডের তারিখটি নির্ধারন করা হয় এবং আজ ২০অক্টোবর মঙ্গলবার নির্বাচনটি অনুষ্টিত করা হয়।
আমরা শতভাগ শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের জন্য আমাদের সকল প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, উপনির্বাচনে কোন অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে এবং এখন পর্যন্ত কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেইদিকে তিনি সতর্ক অবস্হানে রয়েছেন।
পরে তিনি নির্বাচনটি শান্তিপূর্ন ভাবে অনুষ্টিত হয়েছে বলে জানান।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব আরমান ভূইয়ার মুঠোফোন(০১৭১৪-৮৬৮৫৭০)নাম্বারে রাত ১০টা ২৬মিনিটে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়ার কারনে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!