স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২ নং ইউপির শৈলা সমাজ -কল্যাণ সংস্থার উদ্যোগে সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার) দুপুর ২ টায় শৈলা নতুন বাজারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বখত চৌধুরী (সাংগঠনিক সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি নবীগঞ্জ শাখা), প্রনব দেব রায়( সাবেক সভাপতি, আনন্দ নিকেতন নবীগঞ্জ) মহসিন আলম সিহাব (সভাপতি, শৈলা সমাজ কল্যাণ সংস্থা)। আরো উপস্থিত ছিলেন শৈলা সমাজকল্যাণ সংস্থার সকল সদস্য এবং এলাকার স্হানীয় জনগন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া উচিত। সারাদশে ধর্ষণের কারন হচ্ছে জনসচেতনতা ও ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব। ধর্ষণ আটকাতে হলে আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সবাই কে একজোট হয়ে কাজ করতে হবে। যেখানে ধর্ষণের ঘটনা ঘটবে যে দেখবে তাকেই ধর্ষকে ধরে আইনের আওতায় নিয়ে যেতে হবে। অন্যায় যে করে আর অন্য যে সহে তারা দুজনেই সমান অপরাধী। তাই অপরাধ কে কখন ও প্রশয় দেয়া যাবে না। নিজের চোখের সামনে অন্যায় হতে দেয়া যাবে না। ধর্মীয় নৈতিক শিক্ষার অভাবে সমাজে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। প্রনব দেব রায়, তার বক্তব্যে বলেন অন্যায় দেখে প্রতিবাদ না করার কারনে অপরাধের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। আমরা সবাই যদি নিরবতা পালন করি প্রতিবাদী না হয়ে উঠি তাহলে ধর্ষণকারীরা প্রশয় পেয়ে যাবে।মহসিন আলম সিহাব বলেন ধর্ষণের ঘটনা অহরহ বেড়ে চলেছে। সমাজের কিছু দুষ্ট ও খারাপ চরিত্রের লোকের কারনে আজ আমাদের বোনের নিরাপত্তা হীনতায় ভুগছে। যারা ধর্ষণের শিকার হচ্ছে তারা কারো না কারোর মা- বোন। তাই তাদের নিরাপত্তা দেয়া উচিত আমাদের সকলের। আর যাতে কেউ ধর্ষিত না হয় সেজন্য আমাদের সবাই কে সোচ্চার ও প্রতিবাদী হতে হবে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকানোর জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই সবাই কে শিক্ষা গ্রহন করতে হবে। তরুনদের সমাজ সেবা মূলক কাজকর্মে অংশগ্রহন করতে হবে।