নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শ্রমিক ইউনিয়ন এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় মিনি বাস মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া নবীগঞ্জ শ্রমিক ইউনিয়ন এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারী শ্রমিক নেতা মাহবুবুল আলম সুমন বিনা প্রতিদ্বন্ধিতায় ৪র্থ বারের মতো মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ মালিক সমিতির কার্যালয়ে অনুষ্টিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় তারা নির্বাচিত হন।
মিনি বাস মালিক সমিতির অন্যান্য পদে নির্বাচিত হলেন যারা, তারা হলেন সহ-সভাপতি মোঃ ইয়াওর আলী শিকদার, মোঃ আওলাদ হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক: হাজী আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক: মোঃ আঃ বাসিত, কোষাধ্যক্ষ: মোঃ সাহেব আলী, সম্মানিত সদস্য মো: আঃ খালিক, মো: আমির হোসেন।