বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর অর্থায়নে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের ১৩১ শিক্ষার্থীকে উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৪ হাজার ৯শ’ টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল-মজীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন। সভা শেষে বাহুবল কলেজ ও দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদরাসার ৩০ শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তুলে দেয়া হয়।
দুপুরে মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজে অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি ওই কলেজের উপবৃত্তি প্রাপ্ত ১০১ শিক্ষার্থীর হাতে নগদ টাকা তুলে দেন। অনুষ্ঠানে কলেজের গভর্ণিং বডির সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।