নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন হবিগঞ্জের বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো.শেখ সেলিম।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও ছিনিয়ে নেয়া আসামিকে আটক করা যায়নি।
বুধবার রাত আটটার দিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে একটি মামলার আসামি বুলবুল মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় স্বজনরা অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে তারা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিয়ে যান।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করেন।
গুরুতর আহত সুজাতপুর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) তোয়াহাকে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অপর তিন পুলিশ সদস্য হলেন-বানিয়াচং উপজেলার সুজাতপুর ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল হাতিমুরা ও সোহেল।
তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।