নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলায় রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার গোপলা নদীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
আজ ১৪ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলার কায়স্থগ্রাম বাজারস্থ গোপলা নদীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, হবিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শাহাজাদা খসরু, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ প্রমুখ।