নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটম গাড়ির ধাক্কায় সামিনা বিবি (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার (১২অক্টোবর) বেলা ১১টার দিকে বানিয়াচং বড়বাজার-আদর্শবাজার রোডের আব্দুল লতিফ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিনা বিবি বানিয়াচং ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের তকবাজখানীর মহল্লার মৃত কালন উল্লাহর স্ত্রী। তার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,নিহত সামিনা বিবি পায়ে হেটে তার স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লিখিত স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ি তাকে সামন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দেয়। পরবর্তীতে ওই গাড়ি তার উপরে উঠিয়ে দেয় টমটম চালক। ঘটনাস্থলেই নিহত হন সামিনা বিবি। পরে আশে পাশের মানুষ এগিয়ে এসে ঘাটক টমটম কে আটক করলেও টমটমের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।