নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের আব্দুল খালেকের বাঁশ বাগান থেকে উদ্ধারকৃত নোহা চালক সুহেল আহমেদ সুবেল হত্যা মামলার দুই আসামীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে মনির হোসেন (১৮) ও একই উপজেলার তরোয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মামুন (৩২)। নরসিংদী থানা পুলিশের সহযোগিতায় শায়েস্তাগঞ্জ থানার এসআই সানা উল্লাহ্’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, সংঘবদ্ধ চক্র ২০১৪ সালের ১৪ ডিসেম্বর সিলেটের চৌহাট্টা থেকে নোহা গাড়ী ভাড়া করে জাফলংসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে। ১৫ ডিসেম্বর রাতে নোহা চালক সুহেল আহমেদ সুবেলকে (২৮) হত্যা করে গাড়িটি ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।
পরে শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের আব্দুল খালেকের বাঁশ বাগান থেকে সুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুবেলের পিতা সিলেট জেলার বিমানবন্দর থানার আম্বরখানা বড় বাজার এলাকার আনু বাবুর্চি বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামালা দায়ের করেন। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুন ও মনিরসহ এ মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।