মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার কালিকাপুর শ্বশুরবাড়ি থেকে জামাতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিবারের দাবি তাকে শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। অপরদিকে নিহতের স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন দাবি করছেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নুরুল হক আত্মহত্যা করেছেন। এ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের ধুম্রজাল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার ইদ্রিছ আলীর পুত্র নূরুল হক প্রায় দশ বছর আগে মাধবপুরের কালিকাপুর গ্রামের ছানু মিয়ার কন্যা রহিমা আক্তারকে বিয়ে করেন। বেশ কয়েক বছর নূরুল হক শ্বশুর বাড়িতে বসবাস করেন। সম্প্রতি কালিকাপুর গ্রামের খোকন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে নূরুল হক বসবাস করে আসছিলেন। বিয়ের পর তাদের সংসারে ১ মেয়ে ও ২ ছেলের জন্ম হয়। ইদানিং তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সম্প্রতি রহিমা বেগম সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান।
গত শুক্রবার নূরুল হক শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে স্ত্রী সন্তান নিয়ে খাওয়া-দাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে নূরুল হকের বাড়িতে খবর আসে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের স্ত্রী জানান, গতকাল শনিবার দুপুরে নূরুল হক তার অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তিনি এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও নূরুল হক দরজা না খুললে তিনি চিৎকার শুরু করেন।
তার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পান ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া নূরুল হকের দেহ ঝুলছে। খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের স্ত্রীর দাবি, ইদানিং বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে তার ঝগড়াঝাটি হতো। এর জের ধরে নূরুল হক আত্মহত্যা করেছেন। অপরদিকে নিহতের পরিবারের দাবি স্ত্রী রহিমা ও শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে নুরুল হককে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
মাধবপুর থানার ওসি জানান, ময়না তদন্ত ছাড়া নূরুল হক কিভাবে মারা গেছে তা বলা যাবে না। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।