প্রেস নিউজ : ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ সিংগারবিল বিওপির বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ১৫:৪০ ঘটিকায় সিংগারবিল রেল স্টেশন হতে বডি ফিটিং অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারভীন আক্তার (৪০), পিতাঃ রহিম মিয়া, গ্রামঃ কালিপুর, পোষ্টঃ ভৈরব, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ কে হাতে নাতে গ্রেফতার করা হয় ।
ধৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় সৌপর্দ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা( নায়েব সুবেদার) মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে বড়মোড়া নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় হুইস্কি আটক, কসবা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এবি সিদ্দিকী এর নেতৃত্বে আখর নামক স্থান হতে ১০৬ বেতাল ভারতীয় হুইস্কি আটক, শ্যামনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে শ্যামনগর নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় জট গাঁজা আটকসহ বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করা হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, হুইস্কি, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল চোরকারবারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।