হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বড়বহুলা গ্রামের ২নং পুল এলাকার একটি বাসা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সদর থানা পুলিশ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন— হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকার তজমুল হোসেনের ছেলে মনির হোসেন নাজমুল (২২) ও বাহুবল উপজেলা সদরের আলতা মিয়ার ছেলে কাজল মিয়া (২৭)।
স্থানীয়রা জানান, দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরতলীর ২নং পুল এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় একটি কার্টনে রাখা দুই হাজার পিস ইয়াবাসহ মনির হোসেন নাজমুল ও কাজল মিয়াকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।