নবীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৫ নম্বর এজাহার নামীয় আসামী রবিউল হবিগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (২৭ নভেম্বর) সাড়ে নয়টায় জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে থেকে তাকে গ্রেফতার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। রবিউল সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বলেন, রবিউল ধর্ষণ মামলার ৫ নম্বর এজাহার নামীয় আসামী। তাকে গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দক্ষিণ সুরমার নবদম্পতি গত শুক্রবার বিকেলে প্রাইভেট কারে এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করেন। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই ছাত্রাবাসে থাকেন।