চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের ম্যালেরিয়া প্রবণ চুনারুঘাট উপজেলায় গত ৫ বছরে প্রায় আড়াইশ রোগীকে বিনামুল্যে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা হয়েছে। একই সাথে উপজেলার ৪১ হাজার কীটনাশকযুক্ত মশারী এবং ৬১ হাজার ৯’ শ ৩৮ টি মশারী কীটনাশক পানিতে চুবিয়ে বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে স্বাস্থ্য বিভাগ ও সচেতন সাহায্য সংস্থার উদ্যোগের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্যা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভুইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন ডাঃ মুখলেছুর রহমান, ডাঃ এ এইচ এম মামুন, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ রাজিব পাল, ডাঃ নজরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন ড সুরঞ্জন দাশ, সচেতন সাহায্য সংস্থার উপজেলা ম্যানেজার হলধর চন্দ্র রায়, এইচ আই আঃ হান্নান, নিখিল চক্রবর্তী প্রমুখ। এর পুর্বে এক বর্ণাঢ্য রালৗ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।