বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি, চ্যানেল ২৪’ জেলা প্রতিনিধি,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাসেল চৌধুরীর রোগ মুক্তির জন্য বানিয়াচংয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৩সেপ্টেম্বর বুধবার বাদ আসর বানিয়াচং জীপ ষ্ট্যান্ড নতুন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাধারন সম্পাদক খলিলুর রহমান,সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, ইঞ্জিনিয়ার মাহমুদ খান সুফি,পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ও সাধারন মুসুল্লীগন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি শামায়ূন হোসেন।