বাহুবল থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলের মাদক সম্রাট আব্দুল হান্নান শাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই মুজাম্মেল হকসহ একদল পুলিশ তার বাসায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গ্রেফতারকৃত আব্দুল হান্নান শাহকে ক’বছর আগে বাহুবল মডেল থানার এসআই সিদ্ধার্থ সাহা বিপুল পরিমাণ গাঁজাসহ মুগকান্দি ওরসের আসর থেকে গ্রেফতার করছিলেন। দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে আসার পর আবারও সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।