নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী সড়কে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় করগাঁও ইউনিয়নের মৃত হানিফ উল্লাহর পুত্র দোকান কর্মচারী মোঃ আমির উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ মদীনা রড-সিমেন্টের দোকানের সামনে নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নবীগঞ্জ শহরমূখী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহীসহ আমির উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির উদ্দিনকে সিলেট ওসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার সময় এম্বোলেন্সে তুলা হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।