নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং এর ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, লিফটসহ অত্যাধুনিক এই ভবন নির্মাণ হলে ক্লাস রুমের সংকট কমে যাবে পাশাপাশি শিক্ষার মান উন্নত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, স্কুল সংলগ্ন এলাকার মুরুব্বি মহিবুর রহমান সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।