বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে কাবিং সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে সহকারী কমিশনার ও গ্রুপ সভাপতি মণ্ডলীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ স্কাউট পরিচালক,হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার আবে হায়াত হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।