মোঃ মামুন চৌধুরী শায়েস্তাগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে পূর্ব ঘোষিত কম্বল বিতরণের খবর পেয়ে দীর্ঘসময় অপেক্ষা করেও কম্বল না পেয়ে হতদরিদ্র লোকজন বিক্ষোভ প্রদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে বলে খবর প্রচার করা হয়। এ সংবাদ পেয়ে হতদরিদ্র শতাধিক লোক জংশনে এসে জড়ো হয়। দীর্ঘসময় অপেক্ষায় থেকেও তারা কোনো ধরনের শীতবস্ত্র না পেয়ে জংশনের কাউন্টারের সামনে প্রতিবাদ শুরু করেন। এ সময় নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কয়েকজন ব্যক্তি গোপনে এসে প্রায় ২৫টি কম্বল বিতরণ করে চলে গেছেন। এ সংবাদ শুনে প্রতিবাদকারীরা কিছুটা শান্ত হয়ে আক্ষেপ মন নিয়ে ফিরে যান।
এ সময় ফুলবানু (৬০) নামে এক মহিলা বলেন- আমাদের জানানো হয়েছে আমেরিকা থেকে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল নিয়ে আসা হয়েছে। এ খবর পেয়ে বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু কোনো কিছুই পাইনি। খবর দিয়ে আমাদের এখানে এনে প্রতারণা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় রয়েছে শত শত হতদরিদ্রের বসবাস। এদের অনেকে বস্তিতে, আবার অনেকে বাস করেন ভাসমান হিসেবে। শীত এলে তাদের পড়তে হয় দুর্ভোগে। তাই তারা শীতের শুরু থেকেই বিত্তবানদের হাতের দিকে তাকিয়ে থাকে। কখন তাদের জন্য বিত্তবানরা শীতবস্ত্র নিয়ে আসবে।