আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
তিনি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে বলেন,যতটুকু জেনেছি বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান একজন জনবান্ধব চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে উপজেলাবাসী একজন জনদরদি নেতা কে হারালেন। উল্লেখ্য সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর নোয়াপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪জন নিহত হন।