আলমগীর কবির, মাধবপুর থেকে : হবিগঞ্জে মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলার বাঘার পাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সহ চার জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
তিনি শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান,তিনি শোকসমপ্ত পরিবার কে আল্লাহ যেন ধর্য্য ধারণের ক্ষমতা দেন। তিনি বলেন কাজল এলাকায় একজন জনবান্ধব প্রতিনিধি ছিলেন।
তার অকাল মৃত্যুতে বাঘারপাড়া উপজেলাবাসী একজন জনদরদী নেতা কে হারালেন।
সোমবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া সাহেব বাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সহ চারজন মারা যান।