দিলোয়ার হোসাইন , বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দারুল কোরআন টাইটেল মাদ্রাসার ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা ছাত্র আতহার উদ্দিন বিলাল (১০) অবেশেষে মৃতুবরণ করছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)
সোমবার ৭ (সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ওসমানী মেডিক্যালে মৃত্যুবরণ করে বিলাল।
রোববার ( ৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় মসজিদের ২য় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় বিলাল।সে উপজেলার মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে বিলাল।
জানা যায়, মাগরিবের আজানের পর শিক্ষকসহ অন্যান্য ছাত্ররা নামাজে দাঁড়ানোর পর সে মসজিদের ২য় তলায় চলে যায় ছোট্ট একটি বল নিয়ে খেলতে। এসময় বলটি এস এস ফাইভের রেলিংয়ের ফাঁক দিয়ে ছাদের কিনারে যায়।
বলটি আনতে গিয়ে পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসকরা জানান, তার হাত এবং পা ভেঙ্গে গেছে এবং বুকে ও মুখে প্রচন্ড আঘাত রয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির বলেন, এ ব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ অত্যন্ত সচেতন।
এদূর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চিকিৎসার জন্য তাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে অনুদান ও দেওয়া হয়েছে। বিলালের মৃত্যুতে এলাকাবাসী ও মাদ্রাসার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।