দিলোয়ার হোসাইন,বানিয়াচং থেকে : স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড় ১১টায় ৪নং ইউপি অফিস হলরুমে বানিয়াচংয়ে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথির ব্যক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সুন্দরভাবে বেঁচে থাকলে হলে আমাদের সকলের সবুজায়ন গড়ার প্রতি আগ্রহ থাকতে হবে। মনে রাখতে হবে গাছ আমাদের অক্সিজেন দেয়। দেয়া পর্যাপ্ত আলো বাতাস। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানুষকে ভালবাসতে এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা করার আহবান জানান মজিদ খান এমপি।
পরে স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ইউপি অফিসের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।