এস এইচ টিটু,সৌদিআরব থেকে : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদী সারা ওবামা ওমরাহ পালন করেছেন। এ সময় তাঁর সাথে তার পূত্র ও বারাক ওবামার চাচা সাইদ ওবামা ও নাতি মূসা ওবামা সাথে ছিলেন।
সারা ওবামা মক্কায় রাসূল (সঃ) এর উপর নাসিম এলাকায় আয়োজিত প্রদর্শণী প্রত্যক্ষ করেন এবং নবী (সঃ) এর তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইসলামের সঠিক আহ্বান মানুষের কাছে পৌঁছাতে পারলে মানুষের মধ্যে পরমত সহিষ্ণুতা তৈরী এবং উগ্রবাদী মনোভাব কেটে যাবে।
সারা ওবামা দুই হারাম মসজিদের সম্প্রসারণ কাজে সৌদি সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শণী প্রত্যক্ষ কালে সারা ওবামা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যে প্রদর্শণী করা হচ্ছে তা ইসলামকে আধুনিক ভাবে প্রচারেরই বহিঃপ্রকাশ আর এর ফলে আমি অত্যন্ত খুশি।
সারা ওবামা আশা প্রকাশ করেন সৌদি সরকারের সহযোগিতায় পৃথিবীর অন্যান্য দেশেও এমন প্রদর্শণীর আয়োজন করা হবে যা ইসলাম সম্পর্কে মানুষের ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে।