আকিকুর রহমান রুমনঃ- বানিয়াচংয়ে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর বিয়ের জন্য তোড়জোড় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।এছাড়াও ঘরোয়া পরিবেশে আজ ৫ সেপ্টেম্ভর শনিবার গায়ে হলুদ করারও খবর পাওয়া গেছে।আগামীকাল ঐ স্কুল ছাত্রীর বিয়ে হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
অভিযোগে জানা যায়,বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের হানিফ মিয়ার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের এক যুবকের বিয়ের দিনক্ষন ঠিক করা হয়েছে।
ধার্য্যকৃত বিয়ের দিন ৬ সেপ্টেম্বর আগামীকাল রবিবার।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল্য বিয়ে বন্ধ,শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে এমন একটি সংগঠন ইয়ং চেম্পিয়ান টোট কোর্সের পক্ষে একটি অভিযোগ দিয়েছেন হামজা মিয়া নামের জনৈক ব্যাক্তি।
এ ব্যাপারে হামজা মিয়া জানান,আমরা চাই বাল্য বিয়ে,শিশু শ্রম,শিশু নির্যাতন বন্ধ হোক।
এ ব্যাপারে কাগাপাশা একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার জানান, যার বিয়ের আয়োজন করা হচ্ছে সে মেয়ে আমার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিভাবকদের অসচেতনতার কারনে এরকম বাল্য বিয়ে মেনে নেয়া ঠিক হচ্ছেনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,অভিযোগের বিষয়ে অবগত আছি।
অভিযোগের বিষয়টি দেখার জন্য আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি।