বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।
নবগটিত কমিঠির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বিক্ষুদ্ধ মিছিল সমাবেশ করেছেন ।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচং বড়বাজার এলাকায় ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
জানা যায়, ১ সেপ্টেম্বর রাতে আকস্মিকভাবে কেন্দ্রিয় ছাত্রদলের নির্দেশে হবিগঞ্জ জেলা ছাত্রদল স্বাক্ষরিত ২১ সদস্য বিশিস্ট প্রেস কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনার পরপরই ছাত্রদলের যোগ্য,ত্যাগী ও নিবেদিত কর্মীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রাজপথে শ্রম ও সময় দিয়ে যারা দলকে উজ্জীবিত রাখছিলেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে বাদ দিয়ে কেন্দ্রিয় বিএনপি‘র সদস্য ও সৌদি আরব বিএনপি‘র সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লাহ নিজের আআত্বীয় স্বজন ও পকেটের মানুষ দিয়ে কমিটি করিয়েছেন।
এ সময় বক্তারা আরো জানান ২০১৩ সাল থেকে বাংলাদেশে না এলেও আব্দুল্লার হস্তক্ষেপে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন কমিটি ভাঙ্গা-গড়া হয়ে থাকে।
এ ব্যাপারে কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন জানান, অগনতান্ত্রিকভাবে অবৈধ কমিটি মানিনা। এবং প্রবাসীদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ‘র হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক জহির লস্কর জানান, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিগত কমিটির আহবায়ক পুনরায় আহবায়ক হতে পারবেন না।
এক্ষত্রে গঠনতন্ত্র বিরোধী অগনতান্ত্রিক অবৈধ কমিটি আমরা মানিনা।
সৌদি প্রবাসীর কালো টাকায় এ ধরনের কমিটি গঠন করা অন্যায়।
এ সময় জহির ব্যাঙ্গ করে বলেন “সাপ বাংলাদেশে আর সাপুড়ে বীন বাজায় সৌদি আরবের মরুভূমি থেকে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ ও সাধারন সম্পাদক রুবেল চৌধুরীর মোবাইলে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মিছিল সমাবেশের পরপর বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে বড়বাজার এলাকায় টহল দিতে দেখা গেছে।